কেন্দ্রীয় শহীদ মিনারে কবিকে শেষ শ্রদ্ধা বুধবার

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি আগামীকাল বুধবার শেষ শ্রদ্ধা জানানো হবে। এ লক্ষ্যে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সকাল ১১টায়। সেখানেই সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার সমুদয় খরচ বহন করছেন। শেষ শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে এবং শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।
আজ হাসপাতাল থেকে সৈয়দ হকের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে জানাজা হবে। পরে তার কফিন নিয়ে যাওয়া হবে ইউনাইটেড হাসপাতালে। রাতে হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।
বুধবার সৈয়দ হকের কফিন প্রথমে নেয়া হবে বাংলা একোডেমি প্রাঙ্গণে সকাল ১০টায়। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান এই কবি।একুশে পদকেও ভূষিত হন সব্যসাচী এই লেখক।
বাংলা একাডেমি থেকে নিয়ে তার কফিন নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন। দেশে নিয়ে যাওয়ার আগে বুধবার তার মরহেদ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামে।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মেছিলেন কবি। শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে তার কবর দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন