কেন রোজ টিকিটিকির সুপ খান এই ব্যক্তি ?
চিকেন সুপ তাঁর তেমন ভালো লাগেনা৷ মটন সুপেও মন ভরে না৷ তবে টিকটিকি পেলে আর কিছুই চাননা৷ মনের আনন্দে টিকটিকির সুপ খেয়ে নেন৷ এমনই তাঁর খাদ্য রুচি !
কেউ কেউ বলবেন কুরুচি৷ কিন্তু মধ্যপ্রদেশের মেতা গ্রামের বাসিন্দা কৈলাসের কাছে টিকটিকি মানেই জিভে জল আনা খাবার ! দিব্বি কচকচিয়ে চিবিয়ে চিবিয়ে জ্যান্ত টিকিটিকি খেতে অভ্যস্থ৷ রোজই রাতের খাবারে তাঁর অন্তত তিনটি টিকটিকি বরাদ্দ থাকে৷ গত ২০ বছর ধরে নিয়মিত টিকটিকি খাচ্ছেন কৈলাশ৷ অসুস্থ হননি৷ এলাকাবাসী জানিয়েছেন, ও একটা বিষ পুরুষ৷ না হলে জ্যান্ত টিকিটিকি চিবিয়ে খেয়ে কেউ বেঁচে থাকতে পারে না৷ কৈলাসের দেহের বিষ সবকিছু শুষে নেয়৷
কৈলাস জানিয়েছেন, রোজ অন্তত তিনটে টিকটিকির জুস না খেলে তাঁর ঠিকমতো ঘুম হয়না৷ অন্তত ৬০ রকমের কীট পতঙ্গ খেয়েছেন তিনি৷ কিন্তু টিকিটিকির মতো কোনটাই নাকি খেতে ভাল নয়৷
দিনের পর দিন তাঁর এই খাদ্যাভ্যাসের জেরে দেহে যে বিষ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়েছে তার সুফল পেয়েছেন অনেকে৷ স্থানীয় কাউকে সাপে কামড়ালেই খোঁজ পড়ে কৈলাসের৷ দ্রুত ওই ব্যক্তিকে তার কাছে আনা হয়৷ বিষ পুরুষ কৈলাস সাপে কাটা রোগীর রক্ত ক্ষতস্থান থেকে মুখ দিয়ে টেনে বের করে দেন৷ ফলে সেই ব্যক্তিকে চিকিৎসা করানোর সময় মেলে৷
বেশি কিছু চাননা কৈলাস৷ খানকতক টিকিটিকি এনে দিলেই দিলখুশ হয়ে যায় তাঁর৷ বলেন টিকিটিকি সেদ্ধর জল খেয়ে রাতের ঘুমটা ভালই হবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন