‘কেপলার-সিক্সটি টু এফ’ গ্রহে প্রাণের সন্ধান!
পৃথিবী ছাড়া কি আর এমন কোন গ্রহ আছে, যেখানে প্রাণের অস্তিত্ব আছে? কোটি টাকার এই প্রশ্ন ঘুরেফিরে বেড়ায় পৃথিবীর আকাশ-পাহাড়-সমতলে। দুনিয়াজুড়ে এ জল্পনার মধ্যেই ‘কেপলার সিক্সটি টু এফ’ গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার দাবি করেছেন ক্যালিফোর্নিয়া-লস এঞ্জেলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। জ্যোতির্বিজ্ঞানীরা দূরবিনে চোখ রাখেন। অনন্ত গবেষণায় ব্যস্ত থাকেন। সদাব্যস্ত সেই চোখে ধরা পড়েছে প্রাণের স্পন্দন।
গ্রহের নাম ‘কেপলার সিক্সটি টু এফ’। পৃথিবী থেকে বারোশো আলোকবর্ষ দূরে। পৃথিবীর থেকে আকারেও প্রায় চল্লিশ শতাংশ বড়। এই গ্রহের উপরিভাগে জলের পানির পেয়েছেন বিজ্ঞনীরা। শুধু তাই নয়, এই গ্রহে প্রাণের অস্তিত্বও খুঁজে পেয়েছেন তাঁরা। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ক্যালিফোর্নিয়া-লস এঞ্জেলসের গবেষকরা।
তাঁদের ব্যাখ্যা, এই আকারের কোনও গ্রহে পাথর এবং সমুদ্রের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, বাতাসে একাধিক গ্যাস এবং আরও নানা যৌগের সন্ধান মিলেছে গবেষণায়। পৃথিবীর আবহাওয়া যেমন শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত, কেপলার সিক্সটি টু এফে প্রয়োজন আরও বেশি কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, যাতে আবহাওয়া আরও গরম থাকে। তার ফলেই পানি তরল অবস্থায় থাকবে। গবেষণায় ঠিক এমনই অনুকূল পরিবেশের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে যখন গোটা বিশ্বে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নতুন করে আরেক জল্পনা উস্কে দিল কেপলার সিক্সটি টু এফ।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন