রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেমন আছেন ‘মুক্তিবেটি’ কাঁকন বিবি

ভিটেমাটি-ঘর হয়েছে। হয়েছে মাথা গুজার ঠাঁই। দু’বেলা দু’মুঠো ভাতের জন্যে এখন আর অসুস্থ শরীর টেনে হিঁচড়ে ভিক্ষে করতে হয় না তাকে। একটু বিশ্রামের জন্যে কারো গোয়াল ঘর কিংবা হাঁস-মুরগির পরিত্যক্ত ঘরে রাত কাটাতে হয় না আর। তবুও ভালো নেই একাত্তরের সেই অসম সাহসী নারী, বীরমাতা, মুক্তিযোদ্ধা কাঁকন বিবি। ভালোবেসে এই মাকে মানুষ ‘মুক্তিবেটি’ নামে ডাকেন। ঘর-বাড়ি, সাহায্য-সম্মাননা তাকে মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ করে দিলেও দুর্বিসহ কষ্ট পিছু ছাড়েনি তার। বার্ধক্যের শরীরে শরীরে বাসা বেধেঁছে নানাবিধ রোগ। চোখের জ্যোতিও কমে গেছে অনেকটা। বর্তমানে বহু কষ্টে চিকিৎসা সেবা চলছে তার।

কাঁকন বিবির সন্ধানে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাটির জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের জিরার গাঁও গ্রামে যাওয়া হয়। উদ্দেশ্য তার খোঁজখবর নেয়া। তার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনা। গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জমিতে ঘর করে বসবাস করছেন তিনি। বাড়ির উঠানে কাজ করছিলেন তার মেয়ে সখিনা। খবর পেয়ে লাঠি ভর দিয়ে বেরিয়ে আসেন। পরিচয় জেনে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন বীরমাতা। পরে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মুক্তিযুদ্ধের গল্প বলেন দীর্ঘ সময়। তার কথায় উঠে আসে যুদ্ধের বীরগাঁথার স্মৃতি, পাকবাহিনীর অত্যাচার- যন্ত্রণার লোমহর্ষক বর্ণনা। তার শরীরের বিভিন্ন স্থানে পাকবাহিনীর অসভ্যতার চিহ্ন-ই যেন নির্মম নির্যাতনের সাক্ষী। পরে কথা হয় তার সহযোদ্ধা উপজেলার সুরমা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও ফয়েজ মাস্টারের সাথে। তারা তুলে ধরেন কাঁকন বিবি’র বীরত্বের কথা।

কাঁকন মুক্তিযুদ্ধে যেমন অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে লড়েছেন- তেমনি যুদ্ধাহতদের সেবাও দিয়েছেন পরম মমতায়। রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের গোপনে পৌঁছে দিতেন অস্ত্র ও খাবার। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পাকবাহিনীর ক্যাম্প ঘুরে ঘুরে তথ্য সরবরাহ করতেন মুক্তিবাহিনীকে। পাকবাহিনী পাকড়াও করে তাকে। টানা সাতদিন আটকে রেখে চালায় অমানুষিক অত্যাচার। বিকৃত উল্লাসে জলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁক দেয় উরু ও তলপেটে। লোহার রড গরম করে ঝলসে দেয় হয় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। মৃত্যুর অধিক যন্ত্রণা সহ্য করেও প্রাণে বেঁচে যান তিনি। নির্মম নির্যাতনের শিকার হয়েও নৈতিকভাবে পরাজিত হননি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও স্বীকার করেননি, তিনি মুক্তিবাহিনীর গুপ্তচর।

কাঁকন বিবির জন্ম বৃটিশ ভারতের মিজোরাম প্রদেশে মেঘালয়ের কোল ঘেঁষা খাসিয়া গ্রাম নত্রাইয়ে। বাবা নাম গিসয় ও মা মেলি তার নাম দেন কাকেট হেনইঞ্চিতা। যৌবনে ভালোবেসে ধর্মান্তরিত হয়ে তিনি পাঞ্জাবী সৈনিক আবদুল মজিদ খানকে বিয়ে করেন। তাদের সংসার জীবনের কিছুদিন পর অসহযোগ আন্দোলন শুরু হয় দেশে। এরপর মুক্তিযুদ্ধ। তখন স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। স্বামীর সন্ধানে পাকবাহিনীর বিভিন্ন ক্যাম্পে গিয়ে তিনি দেখেন বাঙালী নারীদের উপর বর্বরতার চিত্র। ফিরে এসে ৫নং সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলীর পরামর্শে নিজের পাঞ্জাবী স্বামীর পরিচয়কে কাজে লাগিয়ে মুক্তিবাহিনীর সোর্স হিসেবে কাজ শুরু করেন। কখনও ভিক্ষুক, কখনও স্বামী খোঁজার অজুহাতে তিনি পাকবাহিনীর ক্যাম্প গিয়ে তাদের অবস্থা, সংখ্যা ও অস্ত্রের ধরণ জেনে মুক্তিবাহিনীকে জানালে তারা সফল অপারেশন পরিচালনা করতেন। বেশিরভাগ সময় তিনিই শত্রু এলাকায় গ্রেনেড বহনের ঝুঁকিপূর্ণ কাজটি করতেন। এছাড়া জর্ডিয়া ব্রিজ ধ্বংসে সবচেয়ে বড় কৃতিত্ব তার। গভীর রাতে যখন মুক্তিবাহিনী ব্রিজ ধ্বংসের সিদ্ধান্ত নেয় তখন কাঁকনই কলাগাছের ভেলায় করে বোমা ও অন্ত্র নিয়ে একাই জার্ডিয়া সেতুর কাছে পৌছান। পরে আরো কয়েকজন মুক্তি মিলে উড়িয়ে দেন ব্রিজ। তিনি মহব্বতপুর, কান্দাগাঁও, বসরাই, টেংরাটিলা, বেটিরগাঁও, নুরপুর. দোয়ারাবাজার, টেবলাই, সিলাইরপাড়াসহ অনেক সফল অপরেশনে যুদ্ধ করেছেন, বহন করেছেন গ্রেনেড, গোলা-বারুদ।

দেশ স্বাধীন হলে তার খবর রাখেনি কেউ। জীবনধারনের জন্যে আশ্রয়হীন কাঁকন ভিক্ষাবৃত্তি শুরু করেন। স্থানীয় এক কৃষকের পরিত্যাক্ত ঘরে ঠাঁই হয় তার। স্বাধীনতার ২৫ বছর পর ১৯৯৬ সালে মিডিয়ায় উঠে আসে তার করুণ কাহিনী। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এক একর জমি দান করেন। সেখানে ঘর করে দেয় জনতা ব্যাংক। দেয়া হয় বীরপ্রতীক উপাধি। এছাড়াও কয়েকটি পত্রিকা, নারী সংগঠন ও প্রবাসী বাঙালি সংগঠন এই অকুতোভয় যোদ্ধাকে নানাভাবে সম্মানিত করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা