কেরানীগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা

ঢাকা জেলা যুবলীগ নেতার ওপর হামলার জের ধরে আজ শনিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোণ্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিস ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা জেলা যুবলীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব জানান, গতকাল শুক্রবার দুপরে তিনি ব্যক্তিগত কাজে দোলেশ্বর এলাকায় গেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ৪-৫ জন অতর্কিতে হামলা করে তাঁকে আহত করে। ওই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আনন্দ উল্লাস করে খাওয়ার দাওয়াত দেন ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমতিয়াজ জাহান জাহাঙ্গীর ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ফারুক চৌধুরীকে। বিষয়টি আলুকান্দাবাসীর নজরে আসলে আজ সকালে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের অফিসে ও বাড়িতে হামলা করা হয় বলে স্বীকার করেন তিনি।
ইমতিয়াজ জাহান জাহাঙ্গীরের শ্বশুর নাসির উদ্দিন জানান, তাঁর বাড়ির সামনে জামাতা জাহাঙ্গীরের ব্যক্তিগত একটি অফিস রয়েছে। আজ শনিবার সকালে হাবিব, স্থানীয় দুদু মেম্বার, আহসান, আমান, মহিউদ্দিনহ ২০-৩০ জনের একটি দল অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। অফিসে থাকা ২০ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর তারা জাহাঙ্গীরের বাড়িতেও হামলা করে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কিছু আসবাপত্র ভাঙচূরের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন