কেরানীগঞ্জে স্কুলছাত্রের ওপর এ্যাসিড নিক্ষেপ

রাজধানীর কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে শরিফুল ইসলাম সজীব (১৪) নামে এক স্কুলছাত্রকে লক্ষ করে এসিড ছুড়েছে দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জের কলিসনমাছি এলাকায় রবিবার রাত ২টার দিকে এ ঘ্টনা ঘটে।
শরিফুল কেরানীগঞ্জের কলমাচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। বর্তমানে তারা কলিসনমাছি এলাকায় থেকে কেরানীগঞ্জের আটিবাউল স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে।
শরিফুলের মা মঞ্জুরা বেগম জানান, রবিবার রাতে তার ছেলে শরিফকে তিনি লেখাপড়া নিয়ে বকাঝকা করেন। এরপর রাতেই সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত দুইটার দিকে এ্যাসিডদগ্ধ অবস্থায় বাসায় ফিরে শরিফুল। তার মায়ের ধারণা, এক মাস আগে ওই এলাকায় একটা মেলা হয়েছিল। সেখানে স্থানীয় কিছু ছেলের সঙ্গে তার ছেলের মারামারি হয়। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, সকালে শরিফুল ইসলাম নামে একজনকে এ্যাসিড দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন