কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে খালেদার চোখে জল
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। এ সময় তিনি ছেলের পাশে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন। কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন বিএনপির চেয়ারপারসন।
রবিবার দুপুর ২টায় খালেদা জিয়া রাজধানীর বনানীতে ছেলের কবর জিয়ারত করতে যান।
আরাফাত রহমানের কবরের পাশে খালেদা জিয়া ৪০ থেকে ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় ছেলের কথা মনে পড়ে কান্নায় ভেঙে পড়েন। ছেলের আত্মার শান্তি কমানায় ফাতেহা পাঠ ও দোয়া করেন মা খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে, মহিলা দলের নেতাকর্মীরা।
কবরে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আবদুল মালেক।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ও কার্যালয়ে দোয়া মাহফিল, কোরআর শরিফ পাঠের আয়োজন করা হয়।
গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন