‘কোচের সঙ্গে আমার কোনো সমস্যা নেই; সব গুজব!’

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে পাকিস্তানের বিপক্ষে মহারণের আর ২৪ ঘণ্টাও বাকী নেই। টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেট সরগরম কোচ অনিল কুম্বুলে আর অধিনায়ক বিরাট কোহলির মধ্যকার বিবাদ নিয়ে। কিন্তু ম্যাচের আগের দিন আজ শনিবার এজবাস্টনে সাংবাদিক সম্মলনে ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, “আমার ও কোচের মধ্যে কোনো সমস্যা নেই। ”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সঙ্গেই কোহলি বলেন, “এগুলি সবই গুজব। আমাদের দলে কারোর সঙ্গে কারোর কোনো সমস্যা নেই। সবাই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার দিকেই মনোযোগী। ” পরেক্ষণেই তিনি জানিয়ে দেন, “এই বিষয়ে কেউ আমায় কিছু বলতে এলে কান দেই না। ”
ভারত-পাক ম্যাচ মানেই স্বাভাবিক উত্তেজনা। যতই ক্রিকেট খেলা হোক, সমর্থকদের কাছে তা ২২ গজে যুদ্ধের সমান। তবে খেলোয়াড়দের উপর এমন কোনো চাপ তিনি সৃষ্টি করতে চান না বলে আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি। আজও সাংবাদিক সম্মলনে একই কথাই বলেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “কোনো ১টা ম্যাচ নয়। আমাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচে গুরুত্বই সমান। সব ম্যাচেই আমরা শতভাগ উজার করে দেব। ”
সংবাদ সম্মেলনে রবিবারের ম্যাচের জন্য দল তৈরি হয়ে গেছে সেটাও জানিয়েছেন কোহলি। নাম ঘোষণা করার সুযোগ নেই, তবে তিনি বলেছেন, “দলের সব খেলোয়াড় ফিট ও তৈরি। “
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন