কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন সালমান খান

সালমান খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘টিউবলাইট’ নিয়ে মানুষের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। ভক্তরা ভেবেছিলেন, ‘বজরঙ্গি ভাইজান’ এর পরে, কবির খানের দ্বিতীয় ছবিতেও বাজিমাত করবেন ভাইজান।
কিন্তু সেই সব আশা ধোপে টেকেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘টিউবলাইট’। এখনও পর্যন্ত বক্স অফিসে ছবির কালেকশন ১১৪ কোটি ৫০ লাখ টাকা। যা সালমানের অন্যান্য ছবির বক্স অফিস কালেকশনের কাছে কিছুই না।
মুক্তির আগে ছবিটি প্রচারের জন্য বহু খরচ হয়েছিল। কিন্তু ছবিটি ব্যবসাসফল না হওয়াতে ছবির পরিবেশকদের ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। তবে তার জন্য খুব একটা চিন্তিত নন তারা। কারণ, এই ক্ষতিপূরণের ভার নিজের হাতেই তুলে নিয়েছেন বলিউডের ভাইজান।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘টিউবলাইট’ ফ্লপ হওয়ার পরে, পরিবেশকরা সালমানের থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আর ভাইজান সেই দাবিতে রাজি হয়েছেন। সালমান নিজেই ৫৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানা গেছে।
ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা এই খবরটি নিশ্চিত করে টুইট করেন, সালমান ‘টিউবলাইট’ ছবির পরিবেশকদের সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। এটা সত্যিই সালমানের খুব ভালো ইঙ্গিত। এটাই ‘বিইং হিউম্যান’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন