কোনো সরকার জনগণের স্বার্থের পরিপন্থি বাজেট করে না: রওশন

বিরোধী দলের নেতা জি এম কাদের প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করলেও জাতীয় পার্টির (জাপা) অন্য অংশের চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধিতা করতে চান না। তিনি বলেছেন, কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থি বাজেট করে না। দেখতে হবে, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে। গুলশানের বাসায় জাপার (রওশন) প্রেসিডিয়ামের বৈঠকে বলেন সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বাজেটের আকার বড় করতেই হবে। বিরোধী দলে আছি বলে, বুঝে না বুঝেই বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে– এ নীতিতে বিশ্বাসী নই।
বাজেট প্রণয়নে সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে বলে মনে করেন রওশন এরশাদ। তিনি বলেন, বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সবার কাছে গ্রহণযোগ্য বাজেট করা কঠিন কাজ। বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছে। বাংলাদেশও সেই সমস্যার বাইরে নয়।
তবে বৈঠক শেষে রওশনের নেতৃত্বাধীন জাপার নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, প্রস্তাবিত বাজেটে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছে। দেশের সত্যিকারের অর্থনৈতিক চেহারাকে ঢাকার প্রবণতা রয়েছে। ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদনশীল খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে।
জাপার (রওশন) মহাসচিব কাজী মামুনুর রশিদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, জিয়াউল হক মৃধা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন