কোহলিকে আউটের কৌশল জানালেন মাশরাফি
আগামীকাল থেকে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পরে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে গিয়েছে বাংলাদেশ। ভারত দল বলতে সবার আগেই যে নামটি উঠে আসে তিনি হলেন অধিনায়ক বিরাট কোহলি।
ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে আউট করার উপায় ভাবছেন মিরাজ-রাব্বিরা। আর সেই সমাধান দিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফি জানালেন- ব্যাটিংয়ে কোহলি থাকলে তিনি যেভাবে বোলিং করতেন। তার মতে, কোহলির ব্যাটিংয়ের সময় অফস্ট্যাম্পকে লক্ষ্য করতে হবে।
মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোহলির অফস্টাম্পকে টার্গেট করেছিল। আমরাও সেটা করেছিলাম। টি-টোয়েন্টিতে অফস্টাম্পে বল রেখে ওর উইকেট নিয়েছিলাম আমি। কিন্তু সেই কোহলিই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অফস্টাম্প লাইনের বল দারুণ খেলেছে। তার মানে ওই দুর্বলতা সে কাটিয়ে উঠেছে। এ কারণেই কোহলিকে আউট করা কঠিন। তবে অসম্ভব নয়। আমি হলে অফস্টাম্পই টার্গেট করতাম। নয়ত বাউন্সার মারতাম কোহলিকে।’
তবে শুধু বাউন্সার করলেই হবে না, সেটা কার্যকরী বাউন্সার করতে হবে বলেও জানান এই পেসার। মাশরাফি বলেন, ‘বাউন্সার খেলিয়ে ওর উইকেট আদায় করা সম্ভব। তবে বাউন্সারটা বাউন্সারের মতো হতে হবে। মোট কথা কার্যকর বোলিং করতে হবে। ৬-৭ ওভারের গড়পড়তা বোলিং দরকার নেই, ৩-৪ ওভারের স্পেলটা যেন কার্যকর হয়- পেসারদের প্রতি এটাই আমার পরামর্শ।’
সীমিত ওভারের এই অধিনায়ক বলেন, আগে যেমন ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকারের উইকেট নেওয়ার জন্য সবাই মুখিয়ে থাকতো, এমনি বর্তমানে কোহলি, এবি ডিভিলিয়ার্সদের উইকেট দামি। তাই দেখে-শুনে-বুঝে খেলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন