কোহলিকে দাদা বলে ডাকি: মুস্তাফিজ

বিশ্বক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজারকে বলেছেন, ‘আমি যে কাটার করি, তা খেলতে সবারই অসুবিধা হয়। দাদারও হয়।’
মুস্তাফিজের কণ্ঠে ‘দাদা’ শব্দ শুনে পত্রিকাটির সাংবাদিক জানতে চান, ‘দাদা কে?’
মুস্তাফিজ জবাবে বলেন, ‘কেন, কোহলি দাদা।’
প্রশ্নকর্তা আবার বলেন, ‘কোহলিকে আপনি কোহলি দাদা বলে ডাকেন নাকি?’
এবার মুস্তাফিজ বলেন, ‘আমরা তো বয়সে বড় যারা তাদের দাদাই বলি। ছোটদের ভাই। তবে সামনাসামনি কখনও কোহলি দাদা বলে ডাকিনি। কথা হয়নি তেমন।’
দীর্ঘ ওই সাক্ষাতকারে মুস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়, ‘বিরাটের বিরুদ্ধে বল করলে কোনও প্ল্যান থাকে না? তা ছাড়া আপনি বিশ্বের হাতেগোনা কয়েক জন বোলারের একজন যিনি কোহলিকে ঝামেলায় ফেলেছেন। যদিও উইকেট পাননি।’ মুস্তাফিজ এবার বুদ্ধিদীপ্ত উত্তর দেন, ‘আমি তো উইকেট পাওয়ার জন্য খেলি না। বোলিং করে আনন্দ পাওয়ার জন্য খেলি। উইকেট পেলে ভাল লাগে। আর আমার মনে হয়, যে বলটা আমি করি সেটা খেলতে সবারই অসুবিধে হয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন