কোহলির উইকেট নিতে চান শুভাশীষ

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় যুব ক্রিকেট সিরিজে একসঙ্গে খেলেছিলেন দুজনে। সেবার ফাইনালে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মাত্র ১ রানে ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার শুভাশীষ রায়। গ্রুপ পর্বেও এই ভারতীয় অধিনায়ককে আউট করেছিলেন তিনি।
সেই কোহলি এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। আর শুভাশীষ জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র কয়দিন আগে। এখনো দলে নিয়মিতই হতে পারেননি।
তারপরও দৃঢ় আত্মবিশ্বাসী শুভাশীষ। এবারের ভারত সফরে কোহলির উইকেট নিতে চান এই তরুণ পেসার। বলেছেনও, ‘জানি না এই ম্যাচের একাদশে সুযোগ পাব কি না। তবে দলে সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে বিরাট কোহলির উইকেট নেওয়ার। এই মুহূর্তে বিশ্বসেরাদের একজন সে। তাঁর উইকেট নিতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে।’
তবে আপাতত এই তরুণ পেসারের লক্ষ্য একাদশে জায়গা করে নেওয়া। এ সম্পর্কে তিনি বলেন, ‘দলে কয়জন পেসার নেওয়া হবে টিম ম্যানেজমেন্ট তা এখনো ঠিক করেনি। যদি সুযোগ পাই, দলের পরিকল্পনা এবং কোচ-অধিনায়ক যেভাবে বলবেন সেভাবেই খেলার চেষ্টা করব।’
ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল ভারতে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা ছেড়ে যায় তারা।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের এই টেস্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন