ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে ভায়োলিনে সুর তুলেছেন বৃদ্ধ
স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার পয়সা নেই। স্ত্রীর চিকিৎসার খরচ যোগাতে তাই ভায়োলিন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ৭২ বছরের স্বপন শেঠ। তার ভায়োলিনের সুরেই সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছেন তিনি। চাইছেন স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু অর্থ।
সম্প্রতি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় স্বপনবাবুকে নিয়ে একটি পোস্ট করেন। সঙ্গে তার ভায়োলিন বাজানোর ভিডিও। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। দুদিনে ১০ হাজার জন শেয়ার করেছেন পোস্টটি।
স্বপনবাবুর বাড়ি কলকাতাতেই। মুম্বইয়ের এক হাসপাতালে তার স্ত্রী চিকিৎসাধীন। ক্যান্সারে আক্রান্ত। যে করেই হোক না কেন স্ত্রীকে তো বাঁচাতে হবে। কিন্তু চিকিৎসার খরচা নেই। তাই ভায়োলিন বাজিয়ে যেটুকু রোজগার করা যায়। ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে ভায়োলিন শোনাচ্ছেন বদলে চেয়ে নিচ্ছেন কিছু টাকা।
স্যোশাল মিডিয়ায় তার বাজনা ভাইরাল হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে সাহায্য। প্রেম আর গান মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন ৭২ বছরের এই বৃদ্ধ।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন