ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সাকিব, ভারতের রবীচন্দ্রন অশ্বিন আছেন শীর্ষে

নিউজিল্যান্ডের বিপক্ষে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ার সেরা টেস্ট রেটিং পেয়েছিলেন সাকিব আল হাসান। উঠেছিলেন ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে। সেবার ৬৫৯ রেটিং নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২২তম অবস্থানে ছিলেন প্রাক্তন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে টেস্ট শেষে এবারও তিনি ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন। পাশাপাশি উঠেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২২ থেকে তিনি উঠে এসেছেন ২০ এ। তার বর্তমান রেটিং ৬৭০। যা ক্যারিয়ার সেরা রেটিং ও র্যাঙ্কিং।
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮২ রান করেছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। তাতে আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে দুইধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি এই অলরাউন্ডারের।
টেস্ট বোলারদের তালিকায় অবশ্য সাকিব আল হাসানের একধাপ অবণতি হয়েছে। ১৪ থেকে তিনি নেমে গেছেন ১৫তম স্থানে। তবে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যথারীতি দ্বিতীয় স্থানে আছেন তিনি। ভারতের রবীচন্দ্রন অশ্বিন আছেন শীর্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন