ক্যারীয়ারের সেরা বোলিংয়ে তাক লাগালেন ‘ব্লাক টাইগার’ রুবেল!

ভারত সফরে দলে নেই টাইগার রুবেল হোসেন। তবে তাকে নিয়ে নতুন গল্প হলো-দল থেকে বাদ পড়ার জেদেই জীবনের সেরা বোলিংয়ে তাক লাগালেন ‘ব্লাক টাইগার’ রুবেল হোসেন।
নিউজিল্যান্ড সফরটা সব মিলিয়ে সাদামাটার চেয়ে একটু ভালো ছিলো। ভারত সফরে তাই রুবেল হোসেনের জায়গাটা সুনিশ্চিত ছিলো না। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ভারত গেছে বাংলাদেশ।
আর বাদ পড়ে দেশে ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠেছেন তিনি। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।
দেশে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম শ্রেণির এই লিগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন রুবেল। তার সঙ্গে খেলছেন মোস্তাফিজুর রহমানও।
গতকাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন রুবেল। প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেল সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১০ সালের হ্যামিল্টন টেস্টে। এতো লম্বা বিরতির পর পাঁ উইকেট পাওয়া; মানে রুবেল ফিরছেন তার সেরা সময়ে।
পূর্বাঞ্চলের ব্যাটিং লাইন ধসিয়ে দেয়ার পর রুবেল বলেন, ‘অনেক দিন পর পাঁচ উইকেট পেলাম। স্বাভাবিকভাবেই ভালো লাগছে।’
রুবেলের বোলিং তোপের সামনে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেছে পূর্বাঞ্চল। মোস্তাফিজ দুই উইকেট নিয়েছেন ৩২ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ৪০৩ রান। অর্থাৎ ফলোঅনেই পড়তে হয়েছে পূর্বাঞ্চলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন