ক্রিকেট বিশ্ব থেকে মুছে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের নাম!

সেই সোনালী দিন আর নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। ওয়ানডে ক্রিকেটে এখন বিশ্বের ৯ নম্বর দল তারা। সেই ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা কিংবা কোর্টনি ওয়ালশের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ এখন ইতিহাস হয়ে গেছে। ইতিহাস হয়ে যাবে ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামটিও! ক্রিকেট বিশ্বে আবারও শক্তিশালী হিসেবে নিজেদের প্রমাণ করতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার মধ্যে একটি হলো এই নাম পরিবর্তন!
এই প্রথমবারের মত র্যাংকিংয়ের তলানিতে পড়ে আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। শীর্ষ ৮ দল যখন চ্যাম্পিয়নস ট্রফি খেলছে, তখন ক্যারিবীয়ানরা সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৯১তম বার্ষিকীতে ব্যবসায়িক কারণেই নাকি ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামটি বদলে ফেলতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এখন থেকে তারা ক্রিকেট বিশ্বে ‘উইন্ডিজ’ নামে পরিচিত হতে চায়।
ক্যারিবীয় বোর্ডও নিজেদের নাম বদলে হয়ে গেছে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউ)’। তাদের মত হলো, ‘ক্যারিবীয় ক্রিকেটের উন্নতির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি প্রচলিত। বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রোভ বলেছেন, “ক্রিকেটপ্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল ‘উইন্ডিজ’ নামেই পরিচিত। এই অঞ্চলের অধিবাসীরা এই নামটিকেই বেশি আপন মনে করেন। এছাড়া উইন্ডিজ’ নাম নিয়ে স্পনসর এবং শেয়ার হোল্ডারদের সঙ্গে কাজ করতে বেশি সুবিধা হয়। ”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুর্নীতি-অনিয়মের খবর ক্রিকেট বিশ্বের সবারই জানা। যে কারণে এ কালের তারকারা বোর্ডের প্রতি অনাস্থা দেখিয়েছেন। বেতন নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের মনোমালিন্য চলছেই। তাই নাম পরিবর্তন করে এসব সমস্যার সমাধান কীভাবে হবে সেটা অনিশ্চিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন