ক্লাবের সভাপতি প্লাস খেলোয়াড় আফ্রিদি!

ক্রিকেট খেলা দেখেছে কিন্তু শহীদ আফ্রিদিকে চিনে না এমন মানুষ নেই বললেই চলে। প্রায় নানা কারণে এর আগে আলোচনায় এসেছেন পাকিন্তানের সাবেক এ অধিনায়ক। ক’দিন আগে হুট করেই সবাইকে চমকে দেন তিনি। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন আফ্রিদি।
ব্যক্তিগত কারণে ক্লাবটি ছেড়ে দিচ্ছেন বলে জানান পাকিস্তানের এ ক্রিকেটার। যদিও পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি বিষয়টি নিয়ে অবাক হন। আফ্রিদির সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। এক মাসের ব্যবধানে ফের খবরের শিরোনাম আফ্রিদি। পিএসএলের করাচি কিংসে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক সালমান ইকবাল। ক্লাবটিতে আফ্রিদি দুই ভূমিকায় দায়িত্ব পালন করবেন।
করাচি কিংসের সভাপতি ও খেলোয়াড় হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি জানিয়ে আফ্রিদির সঙ্গে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন সালমান ইকবাল। নিচে লেখেন, ‘পাকিস্তান ক্রিকেটের প্রকৃত কিংবদন্তি ও সুপারস্টার শহীদ আফ্রিদিকে করাচি কিংসের সভাপতি ও খেলোয়াড় হিসেবে অভিনন্দন। আমরা আনন্দিত ও গর্বিত।’
তিনি আরেকটি টুইটে লেখেন, ‘করাচি কিংসের সভাপতি হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার। এছাড়া ক্রিকেটার হিসেবেও মাঠে নামবেন তিনি।’
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরের শুরুতে পেশোয়ারের নেতৃত্ব ছাড়েন আফ্রিদি। অধিনায়ক করা হয় ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামিকে। তার নেতৃত্বেই এবার শিরোপা জেতে পেশোয়ার। তবে আঙ্গুলের ইনজুরির কারণে লাহোরের ফাইনাল ম্যাচ খেলতে পারেননি আফ্রিদি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন