ক্লিনিক বন্ধ : চট্টগ্রাম মেডিক্যালে রোগীর ভিড়
বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বন্ধ থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর ভিড় ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে।
ডাক্তারদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম নগরীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক গত চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে হাজার হাজার রোগীর চাপে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গত বুধবার বিকেল থেকে চট্টগ্রাম মহানগরীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিএমএ চট্টগ্রাম শাখা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বেসরকারি হাসপাতালগুলো বন্ধ থাকার কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ রয়েছে। গত বুধবার থেকে প্রতিদিন এখানে গড়ে ৩০০ রোগী ভর্তি হয়েছে। এছাড়া দৈনিক চিকিৎসা সেবা নিচ্ছে পাঁচ শতাধিক রোগী।
হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলো বন্ধ থাকায় সরকারি হাসপাতালে ভিড়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা সুবিধা পেয়ে রোগীরা দুর্ভোগের মধ্যেও সন্তোষ প্রকাশ করছেন। এদিকে সরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, ডাক্তারদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন