ক্ষমতায় আসার পরই আলোর পথে যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পরে সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতা দখল করে। সে সময় থেকে দীর্ঘ ২১ বছর এদেশের মানুষ অন্ধকারে নিপতিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ফের আলোর পথে যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতার জীবনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এ দেশের স্বাধীনতা। তিনি সারা জীবনে এদেশের মানুষকে কেবল দিয়েই গেছেন, বিনিময়ে কিছুই পাননি বা নেননি। এমনকি তাকে হত্যার পর কাফনের কাপড় বা সঠিকভাবে দাফনটুকুও পাননি। অথচ ত্যাগ, সততা আর বুকের তাজা রক্ত দিয়ে তিনিই বাংলাদেশকে স্বাধীন করে গেছেন।
ত্যাগ-সততা থাকলে নেতা হওয়া যায়- বঙ্গবন্ধু জীবন দিয়ে বুঝিয়ে গেছেন। আমাদের কেবল একটাই কাজ, জাতির পিতার এ আদর্শ নিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলা। এসব কথা উল্লেখ করে আওয়ামী পরিবারের নেতাকর্মীদেরকে সে কাজে আরও বেশি নিবেদিতপ্রাণ হওয়ারও আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন