ক্ষমা চেয়ে মুক্তি পেলেন তিন ট্যানারি মালিক

নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং একদিনের মধ্যে ট্যানারি স্থানান্তরের অগ্রগতি প্রতিবেদন জমাদানের শর্তে প্রায় পাঁচ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেলেন তিন ট্যানারি মালিক। ওই তিন ট্যানারি মালিক হচ্ছেন— পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।
আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর আজ রবিবার বিকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ তাদের ক্ষমা করে আগামীকাল ফের হাজির হতে নির্দেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিন মালিকের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। শিল্প সচিবের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন।
এর আগে রবিবার সকালে আদালতের তলবে হাজিরা দিতে আসার পর ব্যাখ্যা না দেয়ায় তিন মালিককে কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে পুলিশে সোপর্দ করার আদেশ দেন হাইকোর্ট। পরে কোর্ট তত্ত্বাবধায়ক তাদেরকে কোর্ট পুলিশের কাছে রাখেন।
এর আগে গত ২৩ মার্চ রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা স্থানান্তরে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় ব্যাখ্যা জানতে ১০ ট্যানারি মালিককে তলব করেন হাইকোর্ট।
ট্যানারি কারখানাগুলো হলো: ১. রানা লেদার, ২. জুলেট ইন্টারপ্রাইজ, ৩. পূর্বালি ট্যানারি, ৪. রুমি লেদার, ৫. সালাম ট্যানারি, ৬. করিম লেদার, ৭. মহিন ট্যানারি, ৮. লক্ষীপুর ট্যানারি, ৯. এশিয়া ট্যানারি ও ১০. প্যারামাউন্ট ট্যানারি।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় ১০ মালিককে গত ২৩ মার্চ তলব করেছিলেন হাইকোর্ট। রবিবার তিন মালিক আদালতে হাজির হন। তারা আদালতে কোনো ব্যাখ্যা দেননি। এ কারণে তাদেরকে কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়ার আদেশ দেন আদালত।
এছাড়া মেসার্স মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির আব্দুল ওয়াহাব ও মেসার্স এশিয়া ট্যানারির মো. মফিজ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন হাইকোর্ট।
বাকিদের মধ্যে মেসার্স করিম লেদারের রেজাউল করিম আনসারী, জুলেট এন্টারপ্রাইজের মো. সায়েদুল হক মাস্টার ও সালাম ট্যানারির মো. আব্দুস সালাম মারা গেছেন। বাকি একজন রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন বিদেশে রয়েছেন। এ কারণে তাকে ৩ মে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন