কয়েক মিনিটেই আস্ত মানুষকে ভক্ষন ! (ভিডিও)
কয়েক মিনিটেই আস্ত একটা মানুষকে ভক্ষন কথাটা শুনে হয়ত অনেকেই ভাবছেন খুন কিংবা গুম। না এটা খুন বা গুম নয়। আজ যার কথা বলছি তা হল মাছ। তবে এ মাচ যেন তেন মাছ নয়। এটাকে রাক্ষুসে মাছও বলা হয়ে থাকে।
আজকে যে ভিডিওটি আমরা দেখাতে চলেছি তা খুবই ভংকর এবং দুঃখজনক। ভিডিওতে দেখা যাবে একটি মাছের কবলে পরে কয়েক মিনিটের মধ্যে পুরো মানুষটি কিভাবে শেষ হয়ে গেল। তার শরীরে পুরোটাই খেয়ে সাবার করে দিল। যতটুকু জানা যায় পানিতে গোসল করতে নেমে আক্রমনে পরে ছেলেটি। এর পর নিমিষেই তার শরীরে পুরো অংশ খেয়ে ফেলে। মাথা আর পা অনেকটা অক্ষত থাকার কারনে তাকে চিনতে পারে স্বজনরা।
ভিডিওটি দেখতে অবশ্যই শক্ত মনঝোর হওয়ার প্রয়োজন। নিজেকে যদি দূর্বল চিত্তের লোক ভাবেন তাহলে এ ভিডিও আপনার জন্য নয়।
এতক্ষেন যে প্রাণীটির কথা বলছিলাম পিরানহা তার নাম। Characidae গোত্রের এক প্রকার মিষ্টি পানির মাছের সাধারণ নাম। এদের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। ভেনিজুয়েলাতে এদেরকে বলা হয় কারিবেস (caribes)। তীক্ষ্ণ দাঁত যুক্ত রাক্ষুসে মাছ হিসাবে এদের কুখ্যাতি আছে।
সাধারণত পিরানহা পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ওরিনকো, আমাজান সাও ফ্রান্সিসকো নদীর অববাহিকায় এদের সবচেয়ে বেশি পাওয়া যায়। যদিও শীতল পানিতে এরা বাঁচে না, তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের উইনেবাগো এবং উইসকোনসিন হ্রদেও এই মাছ দেখা পাওয়া যায়;
এদের কিছু প্রজাতি এ্যাকুইরিয়ামে পালা হয়। বিভিন্ন সৌখিন মৎস্য প্রেমিকের দ্বারা এই মাছ পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। যেমন বাংলাদেশের কাপ্তাই হ্রদ এবং অন্যান্য জলাশয়ে এই মাছ কিছু কিছু ধরা পড়েছে। সম্প্রতি চীনের লিজিয়াং নদীতে এই মাছ পাওয়া গেছে। বাংলাদেশে অসৎ মৎস্য ব্যবসায়ী থাই রূপচাঁদা নামে এই মাছ বাজারে বিক্রয় করে থাকে। বাংলাদেশে এই মাছের চাষ বা বিক্রয় নিষিদ্ধ।
https://youtu.be/vpILRnph7jw
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন