খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে পৌঁছান হাইকমিশনার। প্রায় দেড় হাইকমিশনার গুলশানের বাসভবনে অবস্থান করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা ট্রিবিউনকে জানান, রাত সাড়ে ৮টার দিকে হাইকমিশনার বিএনপি চেয়ারপার্সনের বাসায় আসেন। তিনি ১০টার দিকে গুলশানের বাসভবন ত্যাগ করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেছেন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলে হাইকমিশনার জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “উনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তার সুস্থতার কামনা করেছেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ম্যাডামের কাছে পৌঁছে দিয়েছেন। ম্যাডামও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।”
উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দণ্ড মওকুফ করা হলে খালেদা জিয়ার মুক্তি মেলে।
এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের সঙ্গে গোপন চুক্তি প্রকাশের আহ্বান হাসনাতের
আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশেরবিস্তারিত পড়ুন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেবিস্তারিত পড়ুন
দেশবাসীকে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনারবিস্তারিত পড়ুন