‘খালেদা জিয়া দেশে ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন’

নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি দেশে ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এ কারণেই মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বোমা হামলা হচ্ছে। কোরআন শরীফ ও জায়নামাজ পুড়ানো হচ্ছে। আজ রোববার রাতে জেলা শহরের একরামপুর এলাকায় কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, এর আগে গত বছর টানা অবরোধের নামে সহিংসতা চালিয়ে ৯২জন পরিবহন শ্রমিক এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছেন। উনার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় যাওয়া। কিন্তু গণবিরোধী কার্যকলাপের কারণে জনগণের রুদ্ররোষে খালেদা জিয়ার উদ্দেশ্য সফল হয়নি এবং হরতাল-অবরোধ অকার্যকর হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে তিনি পরাজিত হয়ে বাড়ি ফিরেছিলেন।
নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান এমপি আরও বলেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ১৯৫ জন পাক সেনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সেই সাথে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৩২ হাজার কোটি টাকা আদায়ে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত পাকিস্তানীদেরও ফেরত পাঠানো হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও পাকিস্তানীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঢাকাস্থ পাকিস্তানের দুতাবাস এখন কাশিমবাজারের কুঠিতে পরিণত হয়েছে। পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় জাল মুদ্রা ছড়িয়ে ও জঙ্গিদের মদদ দানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি মুজিবুল হক চুন্নু বলেন, সরকার শ্রমিকদের জন্য টঙ্গী ও নারায়নগঞ্জে ৩০০ শয্যা করে দু’টি হাসপাতালসহ বিভিন্ন কল্যাণমুলক কর্মসূচী গ্রহন করেছে।
প্রবীণ শ্রমিক নেতা, কামরুজ্জামান বদরু-এর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার লুৎফুল আরেফিন গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এ.বি.এম সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ও গণ বিচার আদালতের সহকারী সদস্য-সচিব কামরুল আলম সবুজ ও নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মানিক রঞ্জন দেসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি মুজিবুল হক চুন্নু।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন