খালেদা ভাঙবেও না, মচকাবেও না
বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতই মামলা দেয়া হোক না কেন তিনি ভাঙবেনও না, মচকাবেনও না বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তাতে রাষ্ট্রদ্রোহের কিছু নেই। তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন একটি মামলা দেয়া হয়েছে।’ বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই এসব মামলা বলে মনে করেন তিনি।
বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের এক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। ‘মানববন্ধন করলেই এ অবৈধ সরকার মামলা প্রত্যাহার করবে না’ বলে মত দেন তিনি।
তিন বলেন, ‘তারা (সরকার) সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এদের সংসদ, নির্বাচন, কার্যকলাপ সবকিছুই অবৈধ। এদের কোনো ভিত্তি নেই।’
খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে শুধু তাকে (খালেদা) অপমানিত করা হয়নি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ লক্ষ-কোটি জনতাকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন