খিলক্ষেতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৩

রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের শটগানের গুলিতে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল। ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ভোরে এ ঘটনা দেখতে পেয়ে আরও কয়েকজনকে নিয়ে প্রতিবাদ করতে যান সদু মিয়া। একপর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। চিৎকার শুনে ওই এলাকার পাশ থেকে সৌধ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান।
এ সময় হামিদুর রহমান শটগান দিয়ে গুলি চালান। গুলিতে সুদ মিয়া, তার চাচাতো বোন ফাতেমা (৪৫), সদু মিয়ার ছেলে আবদুল আলীম (৩০) আহত হন। তাদের পায়ে ও উরুতে আঘাত লাগে। সকাল সাড়ে আটটার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন