খুনিদের পালানোর ছবি দেখা গেল সিসি ক্যামেরায়

ঢাকার কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধুর তনয়ের হত্যাকারীদের পালানোর ছবি পাশের একটি ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পালানোর এ ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফুটেজে দেখা যায়, প্রথমে এক যুবক দৌড়ে পালায়। এরপর একে একে তিন যুবক কিছুক্ষণ পরপর পালিয়ে যায়। প্রায় ৩০-৪০ সেকেন্ডের ব্যবধানে একই পথে আরেক যুবক দৌড়ে পালায়।
ঘটনাস্থল পরিদর্শনের পর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, খুন করে পালিয়ে যাওয়ার সময় কলাবাগান থানার এএসআই মমতাজ উদ্দিন এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। কিন্তু ওই দুর্বৃত্ত চাপাতি দিয়ে কোপ দিয়ে ছুটে যায়।
এএসআই মমতাজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, এরই মধ্যে অনেক আলামত ও তথ্য পাওয়া গেছে। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত নিজেদের কুরিয়ার সার্ভিসের কর্মী বলে পরিচয় দিয়ে কলাবাগান থানার উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসায় প্রবেশ করে। সেখানে মার্কিন দূতাবাসের প্রাক্তন প্রটোকল অফিসার জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন