খুবই নিম্নমানের শিক্ষা আমরা দিয়ে থাকি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হলেও মানের ব্যাপারে নজর দেওয়া হয়নি। এর ফলে খুব নিম্নমানের শিক্ষা পাচ্ছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এনটিভি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনটিভি।
শিক্ষার মান নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,‘এটা একটা জাতীয় প্রশ্ন। আমাদের শিক্ষার মান, খুবই নিম্নমানের শিক্ষা আমরা দিয়ে থাকি এবং তার ফলে সবচেয়ে বড় এগজাম্পল (উদাহরণ) হলো যে, এখানে বছরে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার আমরা ব্যয় করি ফর ম্যানেজার্স (ব্যবস্থাপকদের জন্য)। দে আর নট ইভেন টপ লেভেল ম্যানেজার্স (এমনকি তাঁরা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা নন)। মিড (মধ্যম সারি) লেভেল ম্যানেজার্সের জন্যে।’
‘শিক্ষার মান উন্নয়নে অনেক খাত কাজ করে, অনেক পার্টিজ (পক্ষ) এবং সে ব্যাপারে আমি এখানে মন্তব্য করতে চাই না। বিশেষ করে এটা আমি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের জন্য রেখে দিতে চাই। এ বিষয়ে আমার নিজস্ব অনেক মন্তব্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রয়েছে।’
শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়েছে মন্তব্য করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা আসলে যেটাতে জোর দিয়েছি, সেটা হচ্ছে শিক্ষার প্রসার। মানের দিকে মোটেই নজর দেওয়া হয় নাই। শিক্ষার প্রসারের একটা যৌক্তিকতা আছে এবং প্রাইমারি লেভেলে (প্রাথমিক স্তরে) এটা খুব ভালো বলা যায়।’
‘প্রাইমারি লেভেলে এখন অলমোস্ট (মোট দাগে) হান্ড্রেড পার্সেন্ট (শতভাগ) এনরোলমেন্ট (শিক্ষার্থী ভর্তি) হচ্ছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন