‘খেলার ছলে সাগরের পায়ূপথে বাতাস ঢুকিয়ে হত্যা’
দুষ্টুমি ও খেলার ছলেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণের পায়ূপথ ও মুখে বাতাস ঢুকায় তারই তিন সহকর্মী। ওই তিন সহকর্মীও কিশোর বয়সের। আর ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল আরো একজন। তবে তারা হত্যার উদ্দেশ্যে বাতাস ঢুকায়নি। পুরো বিষয়টিই ছিল নিছক খেলা ও দুষ্টুমি।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, বুধবার রাতে রাকিব, সোহেল ও আকাশ নামে তিন কিশোরকে কারখানার ভেতর থেকে আটক করা হয়। পরে ওই তিন কিশোরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৪ জুলাই কারখানার ভেতরে দুপুরে খেলার ছলে তিন কিশোর মিলে সাগরের মুখে ও পায়ূপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে ফেলে। ওই ঘটনায় আরো একজনকে আটক করা হয়েছে, যে পুরো ঘটনার সাক্ষী। তবে তদন্ত ও নানা কারণে ওই সাক্ষীর নাম প্রকাশ করা যাচ্ছে না। তাকেও জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এর আগে বুধবার মামলার এজাহারভুক্ত গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসার জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দুইজনের মধ্যে আজাহার ইমাম ওরফে সোহেল জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া সোহাগ হোসেন হৃদয় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। সোহেলকে সোমবার রাতে র্যাব-১১ ও হৃদয়কে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে।
গত ২৪ জুলাই কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয়জনকে আসামি করে মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন