খেলায় ভারতের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনিত কোহলি
সবকিছু ঠিক থাকলে আরেকটি রাষ্ট্রীয় পদক পাবেন বিরাট কোহলি। ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানকে খেল রত্ন অ্যাওয়ার্ডের জন্য মনোনিত করেছে ভারত ক্রিকেট বোর্ড। সেই সুপারিশ তারা পাঠিয়েছে সরকারের কাছে। ক্রীড়া ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় পুরস্কার এটি। এর আগে ২০১৩ সালে কোহলি জিতেছেন অর্জুনা অ্যাওয়ার্ড। ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে এই বছর অর্জুনা অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করেছে বোর্ড।
“ভারতীয় বোর্ডের কাছ থেকে আমরা সুপারিশ পেয়েছি। তাদের দেওয়া নাম পুরস্কার নির্বাচক কমিটির কাছে পাঠানো হবে-” জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র। কোহলি শেষ পর্যন্ত খেল রত্ন পুরস্কার পেলে ক্রিকেটের জন্য সর্বোচ্চ এই পুরস্কার পাওয়া তৃতীয়জন হবেন। এর আগে শচীন টেন্ডুলকার ও এমএস ধোনি অ্যাওয়ার্ডটি জিতেছেন।
অনেকদিন ধরেই ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান কোহলি। ২৭ বছরের এই খেলোয়াড় ভারতের টেস্ট অধিনায়ক। ২০১৫ সালের শেষ থেকে দেশকে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। শ্রীলঙ্কাকে তার নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারিয়েছে ভারত। এরপর টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে ভারতের মাটিতে ৩-০ তে সিরিজ হারায় কোহলির দল। প্রত্যেক ফরম্যাটেই দারুণ কোহলি। এই বছর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে ধারাবাহিক ছিলেন। কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোহলি। আইপিএলেও এখন আগুন ঝরছে তার ব্যাটে। খেল রত্ন পুরস্কারের জন্য সাড়ে সাত কোটি রুপির সাথে সনদ দেওয়া হয়। আর অর্জুনা অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হয় ৫ লাখ রুপি ও সনদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন