খ্রিস্টান দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে এক খ্রিস্টান দম্পতিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৮টার দিকে তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়।
দুর্বৃত্তদের হামলায় আহত বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক, বনপাড়াস্থ সেন্ট যোশেফ ও বর্ণীর সেন্ট লুইস স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাব্রিয়েল কস্তা (৭১) ও তার স্ত্রী বীণা পিরিচকে (৬৫) সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানান, দুর্বত্তরা রাত ৮টায় আত্মীয় পরিচয়ে ঐ দম্পত্তির বাড়িতে প্রবেশ করে হঠাৎ করে মারপিট শুরু করলে তারা সংজ্ঞাহীন হয়ে পড়লে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় এই দম্পতি ছাড়া পরিবারের আর কেউ বাড়িতে ছিলেন না।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় খ্রীষ্টান দম্পতিকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বত্তরা ডাকাতির চেষ্টা করার সময় বাধা দেয়ায় তাদের দুজনকে মারপিট করা হয়েছে এবং এর ফলে তারা সংজ্ঞাহীন হয়ে পড়েন।
আহত দম্পতির প্রতিবেশী ও আত্মীয়রা জানান, তাদেরকে মেরে ফেলার জন্যই মাথা ও মুখের অংশে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এবং এতে তারা জ্ঞান হারিয়ে ফেললে মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন