গণতন্ত্র আছে বলেই খালেদা আজ অক্ষত
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়া বারবার বলছেন- দেশে গণতন্ত্র নেই। আমি বলতে চাই, দেশে গণতন্ত্র আছে বলেই তিনি (খালেদা জিয়া) এখনো অক্ষত আছেন। কারণ শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতো।’
বুধবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে। এ জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ। বিচার করার ক্ষমতা যেহেতু আওয়ামী লীগের না, তাই সরকারে প্রতি আহ্বান জানাবো, সরকারর যেন তার বিচার করে।’
খালেদা জিয়া মনে প্রাণে চেতনায় পাকিস্তানি মন্তব্য করে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া এ বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি একাত্তরেও পাকিস্তানিদের পক্ষে ছিলেন এখনো পাকিস্তানের পক্ষে।’ তাই আসন্ন পৌরসভা নির্বাচনে খালেদাকে প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান হানিফ।
অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে ধরণা না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘স্থানীয় একটি নির্বাচন নিয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করা অবাক, বিস্মিত ও লজ্জিত করেছে। স্থানীয় নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে ধরণা দেয়া লজ্জাজনক। এ জন্য তাদের ধিক্কার জানাই। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে ধরণা দিয়ে আমাদের মাথা হেট করবেন না।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন