গণধর্ষণের শিকার হয়েছেন প্রভা!
দেশের ছোট পর্দার এক সময়কার তারকা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই অভিনেত্রী একাধারে যেমন অর্জন করেছেন সুনাম তেমনই দুর্নামের পাল্লাটাও করেছেন ভারী। এক কথায় বলা চলে বাংলাদেশের ছোটপর্দার অন্যতম বিতর্কিত অভিনেত্রী প্রভা। আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে এমন সংবাদ অনেকবার দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়েছে।
সময় অনেক গড়িয়েছে। কেটে গেছে পাঁচটি বছর। দীর্ঘ এ বিরতি ভেঙে সম্প্রতি জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এটা খুবই খুশির খবর।
এজাজ মুননা রচিত আনওয়ান্টেড শিরোনামের নাটকে অভিনয়ের মাধ্যমে চয়নিকা নির্দেশনায় ফিরলেন এ অভিনেত্রী। চয়নিকার নির্দেশনায় ৪৫টি একক, ২টি ৫২ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রভা। ২০১০ সালে সর্বশেষ পালিয়ে গিয়ে বিয়ে এবং দোলনচাঁপা শিরোনামের নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেন প্রভা। তারপর ছিল দীর্ঘ বিরতি।
প্রভাকে নিয়ে এতগুলো নাটকে কাজ করেছেন অথচ গত পাঁচ বছর তাকে নিয়ে আপনি কোনো কাজ করেননি কেন? এমন প্রশ্নের উত্তরে চয়নিকা চৌধুরী বলেন, ‘বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা ওকে নিয়ে অনেকবার আমাকে কাজ করতে বলেছে কিন্তু করিনি। সত্যিকার অর্থে আমি ভালো একটা সময়ের অপেক্ষায় ছিলাম। সে সময় এখন এসেছে। আর প্রভা অনেক ভালো অভিনেত্রী তা ও প্রমাণ করেছে।
তবে প্রভাকে নিয়ে এমন চরিত্রে অভিনয় করানো হয়েছে, যেখানে সে গণধর্ষণের শিকার হয়েছেন। এরপরও সমাজের কিছু মানুষ তার পাশে এসে দাঁড়ায়। এমন গল্পকে ঘিরেই নাটকের কাহিনী রচিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন