সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণহত্যা থেকে যেভাবে ইহুদিদের বাঁচিয়েছিল মুসলমানরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলবেনিয়ায় শিশু জোহান্না

জার্মানির হামবুর্গে থাকত জোহান্না নিউম্যানের পরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর ইহুদিবিরোধী গণহত্যা শুরু হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েও পায়নি। আরো অনেক পরিবারের মতো বাবা-মায়ের সাথে আলবেনিয়ায় পালিয়ে যায় আট বছরের জোহান্না। একটি মুসলিম পরিবার আশ্রয় দেয় তাদের। কিন্তু সেখানেও হানা দেয় জার্মান বাহিনী। জার্মান বাহিনীর কাছে সেই পরিবারটি জোহান্না ও তার মাকে নিজেদের পরিবারের সদস্য বলে পরিচয় দেয়, যা ছিল চরম ঝুঁকিপূর্ণ। কোনোভাবে ধরা পড়লে ইহুদিদের আশ্রয় দেয়ার ‘অপরাধে’ তাদেরও মেরে ফেলত হিটলারের সৈন্যরা। তবুও সম্পূর্ণ মানবিক কারণেই দু’টি জীবন বাঁচাতে এত বড় ঝুঁকি নিয়েছিল আলবেনীয় পরিবারটি।

জোহান্নার পরিবার একটি উদাহরণ মাত্র। কিংবা তিউনিসিয়ার খালেদ আবদুল ওয়াহাব, যিনি দুই ডজন ইহুদিকে আশ্রয় দিয়েছেন। ইরানি কূটনীতিক আবদুল হোসেইন সারদারি, যিনি হাজার হাজার ইহুদিকে ইরানি পাসপোর্টে জার্মানি ত্যাগ করতে সাহায্য করেছেন। অথচ বিশ্বযুদ্ধের শুরুর দিকেই মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তার দেশে ইহুদি উদ্বাস্তুদের প্রবেশ নিষিদ্ধ করেন। প্রাণ বাঁচাতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলেও ইহুদিদের ফিরিয়ে দেয় তারা। ইউরোপের দেশগুলোও প্রত্যাশামতো বাড়ায়নি সহযোগিতার হাত। কিন্তু তখন অনেক ইহুদির জীবন বাঁচিয়েছে মুসলমানেরা, আদতে ইহুদিরা যাদের শত্রু বলেই গণ্য করে। মতপার্থক্য ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকেই তারা সবচেয়ে জরুরি মনে করেছেন।

দুই হাজারের বেশি জার্মান ইহুদি আশ্রয় নিয়েছিল মুসিলমপ্রধান দেশ আলবেনিয়ায়। যাদের জার্মান বাহিনীর হত্যাকাণ্ড থেকে বাঁচতে সাহায্য করেছে স্থানীয়রা। সুযোগ দিয়েছে বসবাসের। ইতিহাসের এমনই কিছু মানবিক ঘটনা নিয়ে গত শুক্রবার নিউ ইয়র্কের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতিতে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের সহানুভূতি আর দায়িত্ববোধের বিষয়টি বিশ্বসম্প্রদায়কে স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন করে নিউ ইয়র্ক-ভিত্তিক ‘আই অ্যাম ইউর প্রটেক্টর’ নামক একটি সংগঠন। যুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলোতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইহুদিদের সহায়তার অন্তত পনেরোটি ঘটনা তুলে ধরা হয়েছে ওই আয়োজনে।
সেদিনের শিশু জোহান্না এখন ৮৬ বছরের বৃদ্ধা। অনুষ্ঠানের দিন সেই ভয়াবহ সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা ইহুদি সেটা প্রকাশ পেলে পুরো পরিবারটিকে শেষ করে দিত। তারা যা করেছে, অনেক ইউরোপীয় দেশ তা করেনি। তারা সম্মিলিতভাবেই ইহুদিদের জীবন বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইরাক, সিরিয়ার মুসলিম উদ্বাস্তুদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তারা উদ্বাস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণেই। স্থগিত করা হয়েছে সাতটি মুসলিম দেশের সকল নাগরিকের ভিসা। এমন পরিস্থিতিতে বিশ্ব বিবেককে জাগ্রত করতেই নিউ ইয়র্কের ওই আয়োজন। আয়োজক সংগঠনটির আশা বর্ণবাদ আর ঘৃণাভরা বিশ্বে মনুষ্যত্বের জয়গান গাইতে ইতিহাসের এসব ঘটনা মানুষকে উদ্বুদ্ধ করবে। সংগঠনের সহ-পরিচালক ড্যানি লরেন্স আন্দ্রিয়া ভারাদি বলেন, ‘ইতিহাস প্রমাণ করে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সম্প্রদায়গুলো যখন একই মানসিকতা নিয়ে পরস্পরের পাশে দাঁড়ায় তখন তা ইতিহাসের গতিপথ পাল্টে দিতে পারে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ