গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৮ জুলাই, বৃহস্পতিবার গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে বের করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শোভাযাত্রা।
বেলা ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘একজন মুক্তিযোদ্ধার সন্ধানে: ব্যক্তিগত অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনার। সেমিনারে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ও অধ্যাপক ড. জাফর ইকবালের বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমেদ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্বিক প্রেক্ষাপটসহ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু রায়হান, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রভাষক রাজীব হায়দার রোমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী এবং সঞ্চালন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতাউর রহমান খান।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে আমরা বুঝি শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঘটনা রয়েছে, যার পুরোপুরি আমাদের জানতে হবে। সঠিক ইতিহাস জানতে পারলে সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে এবং আমাদের নীতি মেনে চলে দেশকে এগিয়ে নেয়া সহজতর হবে।’
দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী প্রমুখ।
দ্বিতীয় পর্বে সংগীত বিভাগের প্রধান এনায়েত-এ মওলা জিন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে গান-নাচ পরিবেশন করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ড দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন