গরুর মাংসের উপর আরবীতে আল্লাহর নাম, এক নজর দেখতে উৎসুক মানুষের ভীড়!

(ঈশ্বরদী পাবনা) গরুর মাংসের উপর আরবীতে আল্লাহর নাম লেখা দেখতে পেয়ে ঈশ্বরদীর উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরের সাধারন মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে ছিল উপচেপড়া মানুষের ভীড়।
আজ শনিবার সকালে এরকম একখন্ড মাংসে সন্ধান মেলে জয়নগর গ্রামের মৃত: নুরুমোল্লার বাড়িতে।
নুরুমোল্লার মেয়ে সেলিনা খাতুন জানান, অন্যান্য দিনের মত সকালে ফ্রিজে রাখা কোরবানির মাংস রান্না করার জন্য কড়াইতে চড়ান। রান্না শেষে তার ছেলেকে খাওয়ানোর সময় চোখে পড়ে আরবিতে আল্লাহ লেখা একখন্ড মাংস। এ দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং বাড়ির সবাইকে ডেকে মাংসের টুকরাটি দেখান। এ ঘটনায় কিছু সময়ের জন্য সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে মাংস খন্ডটি দেখতে বাড়তে থাকে উৎসুক মানুষের ভীড়।
সেলিনা খাতুন জানান, খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশ সহ এলাকার বিভিন্ন বয়সের মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন।
এদিকে, আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরা দেখে অনেকেই “সুব্হানাল্লাহ” বলে জিকির করতে থাকেন এবং বলতে থাকেন মহান আল্লাহ সকল জায়গায় বিরাজমান। অলৌকিক এ মাংস খন্ডটি সংরক্ষন করা হবে বলে বাড়ির মালিক জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন