গাঁজায় বুঁদ ইউরোপের তরুণ প্রজন্ম
ইউরোপ জুড়ে ১৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ধুমপান ও মদ্যপানের হার কমে এলেও গাঁজার ব্যবহার বাড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।
‘এসপ্যাড রিপোর্ট’ শিরোনামে ২০১৫ সালে ইউরোপের অধিকাংশ দেশে করা ওই জরিপে নতুন এ তথ্য উঠে আসে।
যদিও জার্মানি ও যুক্তরাজ্যে জরিপ চালানো হয়নি এবং স্পেনের জরিপের ফল অসম্পূর্ণ।
জরিপ অনুযায়ী, ইউরোপের চেক প্রজাতন্ত্রে গাঁজার ব্যবহার সবচেয়ে বেশি (৩৭ শতাংশ)। চেক প্রজাতন্ত্রে কিশোর-কিশোরীদের মধ্যে গাঁজা সেবানের হার যুক্তরাষ্ট্রের (৩১ শতাংশ) হারের চেয়েও বেশি।
ইউরোপের জরিপ চালানো দেশগুলোতে গাঁজা সেবনের গড় হার ১৬ শতাংশ। তবে স্পেনে এ হার বেশি (২৭ শতাংশ)।
আর ১৯৯৫ সাল থেকে ২০১৫ সালের মধ্যে গাঁজার দীর্ঘমেয়াদী এবং সাম্প্রতিক ব্যবহার প্রবণতা যথাক্রমে ১১ শতাংশ থেকে ১৭ শতাংশ এবং ৪ শতাংশ থেকে ৭ শতাংশ বেড়েছে।
অন্যান্য মাদকের তুলনায় গাঁজার সহজলভ্যতাই এর কারণ বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০১৫ সালের এ জরিপে অংশ নেওয়াদের মধ্যে ‘সাম্প্রতিক সময়ের’ ধূমপায়ীর হার দেখা গেছে ২১ শতাংশ। ইতালিতে এ হার সবচেয়ে বেশি ৩৭ শতাংশ।
অন্যদিকে, ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মদ পানের হার গত ৩০ দিনে ৫৬ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশে দাঁড়িয়েছে।
অথচ গাঁজা সেবনের ক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে জরিপে ব্যাপক তারতম্য দেখা গেছে। গাঁজা সেবনের হার বাড়তে দেখা গেছে বুলগেরিয়া, পোল্যান্ড, রুমানিয়া ও অন্যান্য দেশগুলোতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন