গাইবান্ধায় পুলিশ সদস্যের স্ত্রী-মেয়ের লাশ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কর্মরত কনস্টেবল পরিমল চন্দ্র রায়ের স্ত্রী কৃষ্ণা রাণী (২৫) ও তার ২০ মাসের মেয়ে অর্পিতা রাণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের বামনজল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, সার্কেল মো. রবিউল ইসলাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কনস্টেবল পরিমল চন্দ্রের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ও তার স্ত্রী কৃষ্ণা রাণীর বাড়িও ঠাকুরগাঁও সদর উপজেলায়।
স্থানীয়রা জানান, কনস্টেবল পরিমল চন্দ্র রায় প্রতিদিনের মতো স্ত্রী কৃষ্ণা রাণী ও মেয়ে অর্পিতা রাণীকে নিয়ে রাতে ভাড়া বাসায় ঘুমিয়ে পড়েন। ভোরে পরিমল চন্দ্র ঘুম থেকে জেগে দেখতে পান তার মেয়ে অর্পিতা মারা গেছে। এ সময় তার স্ত্রী কৃষ্ণা রাণীকে তিনি বিছানায় দেখতে পাননি। পরে ঘড়ের বাইরে এসে রান্নাঘরের তীরের (ধরনার) সঙ্গে স্ত্রী কৃষ্ণা রাণীর গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান।পরে খব পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন জানান, খবর পেয়ে কৃষ্ণা রাণী ও অর্পিতার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এ নিয়ে কৃষ্ণারাণীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরিমল চন্দ্র রায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন