গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়ার পরিবাররা জানান, ওইদিন সকালে মাছ ধরার জন্য পাশ্ববর্তি জয়েনপুরস্থ ঘাঘট নামের মরা নদীতে যায়। দুপুর ১২টার দিকে স্থানীরা তার ভাসমান লাশ দেখতে পায় এবং তার লাশ উদ্ধার করেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন সরকার জানান, বৃদ্ধ বাদশা মিয়ার মৃত্যুর খবর শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এবিষয়ে আমাকে কোন অবহিত করাননি। বাদশা মিয়া হার্টএ্যাটাক করে পানিতে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন তিনি।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, এবিষয়ে কোন তথ্য আমার জানা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন