গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে চার শ্রমিক দগ্ধসহ হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন আরো ১৫ শ্রমিক। গুরুতর আহত দগ্ধ চার শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার কনফিডেন্স নিট ওয়্যার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে কারখানার একটি বিল্ডিংয়ের গুদাম ও একটি ফ্লোরে মেশিনারিজসহ তৈরি কাপড় পুড়ে গেছে।
অগ্নিকান্ডে পর শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে দু ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানায়, সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল কারখানায় উৎপাদন বন্ধ ছিল। তবে জরুরি শিপমেণ্টের জন্য স্রেফ ফিনিশিং বিভাগ চালু ছিল। সেখানে ১৪০জন শ্রমিক কাজ করছিল।
ফিনিশিং বিভাগে কর্মরত শ্রমিকরা জানায়, কারখানার আলাদা দোতলা ভবনের ফিনিশিং বিভাগটির নিচতলার গুদামে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আচমকা আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের ফিনিশিং ফ্লোরেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ওই ফ্লোরে কর্মরত শ্রমিকরা প্রাণরক্ষার জন্য ছুটে বাইরে বেরিয়ে যায়। ওই সময় আয়রন বিভাগের সুপারভাইজার বাদল হোসেন (৩০), ফিনিশিং বিভাগের অপারেটর বকুল হোসেন (২৬), একই বিভাগের শ্রমিক সোহরাব হোসেন (৩২) ও আবুল কালাম (৩৫) দগ্ধসহ হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আরো ১৫জন আহত হন। গুরুতর অবস্থায় দগ্ধ চার শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বকুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে কারখানার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা শোয়েব আলী জানিয়েছেন। আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা শোয়েব আলী আরো জানান, আগুনে কারখানার একটি গুদামে বিপুল পরিমাণ তৈরি কাপড়, ফিনিশিং বিভাগের মেশিনারিজসহ সকল মাল পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন