গাজীপুরে কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (৩২) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
শিক্ষিকা আফসানা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার দরজাপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। এদিকে এঘটনায় পুলিশ নিহতের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
জয়দেবপুর থানার এসআই মোঃ আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী’র হাক্কানী হাউজিং সোসাইটি এলাকায় আসাদুজ্জামান খান বাবলুর বড় বোনের বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে দু’ছাত্রীকে নিয়ে প্রায় দু’বছর যাবত ভাড়া থাকতেন কলেজ শিক্ষিকা আফসানা আক্তার। প্রায় তিন বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে (৫৫) ভালোবেসে গোপনে বিয়ে করেন তিনি।
মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর এলাকার মৃত রইজ উদ্দিনের ছেলে। এটি তার দ্বিতীয় বিয়ে ছিলো। গত ৮ মে মফিজ উদ্দিন ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন। এদিকে সোমবার রাতের খাবার খেয়ে আফসানা ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী প্রথম স্ত্রীর ইসলামপুরের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে আফসানার সাথে থাকা দু’শিক্ষার্থী ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এসময় প্রভাষক আফসানার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করেন এবং মোবাইলে ফোন করে।
কিন্তু আফসানার কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা কলেজে চলে যায়। এরপর তারা দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে আবারো আফসানাকে ডাকাডাকি করে। অবশেষে প্রতিবেশীরা এগিয়ে এলেও দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেলে এ সংবাদ পেয়ে আফসানার স্বামী ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ।
জয়দেবপুর থানার এসআই মোঃ আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৯টায় একাদশ শ্রেণীতে আফসানার ক্লাশ নেয়ার কথা ছিল। কিন্তু তিনি এদিন কলেজে অনুপস্থিত ছিলেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে কলেজ শিক্ষক আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নিহতের গলায় ফাঁসির কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, মানসিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন