গাজীপুরে দায়ের কোপে স্ত্রীকে খুন, স্বামী আটক
গাজীপুর: টঙ্গীর পাগারের ঝিনু মার্কেট এলাকায় স্বামীর দায়ের কোপে শান্তি নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী তৈয়ব আলীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শান্তি স্থানীয় রাসেল মিয়ার বাসায় ভাড়া থেকে হোসেন ডায়িং কারখানায় চাকুরি করতেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, বিকেলে পারিবারিক কলহের জেরে তৈয়ব তার স্ত্রী শান্তিকে ঘরের ভেতরে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীকে কুপিয়ে পালানোর সময় এলাকাবাসী শান্তির স্বামীকে আটক করে পুলিশে দেয়। শান্তি স্থানীয় রাসেল মিয়ার বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে হোসেন ডায়িং কারখানায় চাকুরি করতেন। নিহতের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে শান্তিকে হাসপাতালে আনা পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন