গাড়ির আরাম আর সাইকেলের খরচা, আজব যানে মজার সফর
তেলের দাম বাড়ছে। তার উপরে গাড়ি কিনে চালাতে গেলেই হাজারো ঝামেলা। পরিবেশ বাঁচাও থেকে শুরু করে পার্কিং— কোথায় ঝঞ্ঝাট নেই! কিনে ফেললেই হল না, তার পরের ঝামেলা সামলাতে সামলাতে অনেকই নিঃসাড়ে বলে ফেলেন— কেন কিনলাম এই ফ্যাসাদ। কিন্তু কেউ যদি এমন অপশন দেয়, গাড়ি চলবে গাড়ির মতো, কিন্তু তার মহিমা সেঁটে থাকবে বাইসাইকেলে, তখন কেমন বোধ হবে?
না কল্পবিজ্ঞান নয়, সত্যিই এমন গাড়ি তৈরি করে ফেলেছেন সুইডেনের সাইক্লিস্ট মিকায়েল জেলম্যান। জেলম্যান চেয়েছিলেন এমন একটা সাইকেল, যা তাঁকে তাঁর দেশের ছোবল মারা ঠান্ডার হাত থেকে রক্ষা করবে। এই ভাবনা থেকেই তৈরি হয় ‘পডরাইড’। এমন এক গাড়ি, যা জলনিরোধক তো বটেই, তার সঙ্গে এতে থাকছে সিঙ্গল সিটার কার-এর মতো বসার সুবিধা। সেই সঙ্গে এতে থাকছে জিনিসপত্র রাখার উপযোগী ডিকি-ও। আর বলাই বাহুল্য, পডরাইড রীতিমতো পরিবেশ-বান্ধব।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন