শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গার্হস্থ্য অর্থনীতি কলেজে ছাত্র ভর্তির দাবি ছাত্রীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজে এ বছর থেকে ছাত্র ভর্তি করে সহশিক্ষা কার্যক্রম (কো-এডুকেশন) চালুর দাবি জানিয়েছেন কলেজের ছাত্রীরা।

বুধবার দুপুরের দিকে এ দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেন তারা। এর আগে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে বিক্ষোভ করেন ছাত্রীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে স্বতন্ত্র ইনস্টিটিউটের মর্যাদার দাবি বাস্তবায়নে কো-এডুকেশন পূর্ব শর্ত হওয়ায় এ দাবি জানান ছাত্রীরা।

তারা বলছেন, এর আগে একাধিকবার গার্হস্থ্য অর্থনীতি কলেজের স্বতন্ত্র ইনস্টিটিউটের মর্যাদা দাবি করে আন্দোলন হয়েছিল। কিন্তু কো-এডুকেশন পূর্ব শর্ত হওয়ায় তা ব্যর্থ হয়।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, কয়েক বছর ধরে গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আলাদা ইউনিটের অধীনে সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করে। কিন্তু পরীক্ষার বাইরে এর কোনো দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় নেয় না।

প্রতিষ্ঠানের বেতন, হোস্টেল​ ফিসহ সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। এসব সমস্যার সমাধানে সব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়ে কলেজটিকে ইনস্টিটিউট করার দাবি তাদের।

তবে ছাত্রীদের দেওয়া এবারের স্মারকলিপিতে ছেলেদের ভর্তি করার দাবির সঙ্গে0 ইনস্টিটিউট করার দাবি নেই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রীরা আমাকে বলেছেন, গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই তারা ছেলেদের ভর্তি করার কথা জানায়। কিন্তু এবার তারা ইনস্টিটিউটের দাবির কথা বলেনি।”

এদিকে সহশিক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীদের স্বাক্ষরসহ স্মারকলিপিটির সঙ্গে কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার স্বাক্ষরিত একটি সংযুক্তি ঢাবি উপাচার্য ও জীববিজ্ঞান অনুষদের ডিনের কাছে পাঠানো হয়েছে।

ওই সংযুক্তিতে বলা হয়, “গাহস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘উপাদানকল্প’ একটি কলেজ। অত্র কলেজে ১৯৬১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মহিলাদের জন্য শিক্ষা কার্যক্রম চালু আছে। বর্তমানে কলেজের ছাত্রীরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে কো এডুকেশন চালুর ব্যাপারে একটি আবেদনপত্র দাখিল করেছে।”

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শামসুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কলেজের ছাত্রীরা তার কাছে স্মারকলিপি নিয়ে এসে তাতে সই করার জন্য চাপ দেওয়ায় তিনি সই করেছেন।

তবে এ ব্যাপারে তার কোনো সায় নেই জানিয়ে অধ্যক্ষ বলেন, “ছাত্রীদের বলেছিলাম, সরকারকে এ বিষয়ে আগে অবহিত করতে হবে। তারা এই সেশন থেকে ছাত্রদের ভর্তি করতে হবে বলে দাবি জানাচ্ছে।”

এ বিষয়টি আগে কলেজের একাডেমিক কাউন্সিলে তুলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে জানিয়ে তিনি বলেন, “এটা হঠাৎ করে করা সম্ভব নয়, শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে।”

ছাত্র-ছাত্রীদের একসঙ্গে শিক্ষা কার্যক্রম শুরু হলে কলেজের শিক্ষার পরিবেশ ‘নষ্ট’ হবে বলে মন্তব্য করেন অধ্যক্ষ শামসুন্নাহার।

“তারা শুধু কো-এডুকেশন চালুর কথাটি বলেছে, এতে তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে ছাত্রীরা বলছে। আমি ছাত্রীদের বলেছিলাম, অনেক বছর ধরে ছাত্রীরা এই কলেজে পড়াশুনা করছে। কো-এডুকেশন চালু হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার