গালি না দিতে ‘ঈশ্বরের নির্দেশ’ পেয়েছেন দুতার্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে খুবই বাজে ভাষায় গালিগালাজ করে বার বার সংবাদ শিরোনাম হয়েছেন। কিন্তু তিনি এখন দাবি করছেন, এরকম গালিগালাজ বন্ধ করার জন্য তিনি ঐশীবাণী শুনেছেন।
দুতার্তে বলেন, ‘আমি একটি কন্ঠ শুনতে পেলাম আমি যেন গালি দেয়া বন্ধ করি। নইলে মধ্য আকাশে আমার বিমান বিধ্বস্ত হবে। কাজেই আমি প্রতিজ্ঞা করছি আর বাজে কথা বলব না।’
জাপানে এক সফর থেকে নিজের শহর ডাভাও-তে ফিরে প্রেসিডেন্ট দুতার্তে তার এই সংকল্পের কথা জানান। খবর বিবিসি বাংলার।
প্রেসিডেন্ট দুতার্তে যে ভাষায় বিভিন্ন পশ্চিমা দেশের নেতাদের গালাগালি করেন, তার কারণে অবশ্য দেশের মানুষের মাঝে তার জনপ্রিয়তা বাড়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দেন দুতার্তে। প্রতিক্রিয়ায় দুতার্তের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে দেন ওবামা।
ফিলিপাইনের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো প্রেসিডেন্ট দুতার্তেও রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। কিন্তু রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপকেও তিনি ‘পতিতার বাচ্চা’ বলে গালি দেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নকে ‘ভণ্ড’ বলে বর্ণনা করেন দুতার্তে। এমনকি তিনি জাতিসংঘ ছেড়ে বেরিয়ে যেতে প্রস্তুত বলে ঘোষণা দেন।
হিটলারের সঙ্গে নিজের তুলনায় খুশি হয়ে দরকার হলে ৩০ লাখ মাদকাসক্তকে হত্যা করতে রাজি বলে জানান ফিলিপাইনের এই আলোচিত প্রেসিডেন্ট।
তবে এখন থেকে নিজের বক্তৃতায় আর কোনো বাজে শব্দ, কথা আর ব্যবহার করবেন না বলে অঙ্গীকার করছেন দুতার্তে।
তবে এই অঙ্গীকার তিনি মেনে চলবেন কি না, তাকে তিনি শর্তসাপেক্ষ বলে বর্ণনা করেছেন।
দুতার্তে বলেন, ঈশ্বরকে কথা দেয়া মানে, ফিলিপিনের জনগণকে কথা দেয়া। তবে এই কথা তিনি রাখবেন কি না, সেটা নির্ভর করবে সময়ের ওপর।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন