গায়ে বড় লোম থাকলে মেয়েরা যে ১২টি সমস্যায় ভোগেন
মেয়েদের গায়ে বড় লোম থাকাটাকে সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয় না। শুধু তাই নয়, এই লোমশ মেয়েরা নিজেরাও নানা সমস্যার মুখে পড়েন। কী ধরনের সমস্যা সেগুলি? আসুন, জেনে নিই—
১. মাসের খরচার অনেকটাই যায় গায়ের লোম তোলার পেছনে।
২. রেজর, হেয়ার রিমুভাল ক্রিম, ওয়্যাক্সিং সবই ট্রাই করতে হয়।
৩. প্রত্যেক দিন বাথরুমে অনেকটা অতিরিক্ত সময় ব্যয় করতে হয়।
৪. লোম কামানোর পর রেজরের ব্লেড থেকে লোম তোলা আর এক ঝামেলা।
৫. গরমকালে লোম থাকার ফলে গা কুটকুট করে।
৬. খুব ছোটবেলা থেকেই গা কামানো শুরু করতে হয়।
৭. ক্রমাগত কামানোর ফলে বগলে কালো কালো দাগ ধরে যায়।
৮. খোলামেলা পোশাক পরতে গেলে আগে থেকে প্রস্ততি নিতে হয়।
৯. লোমওয়ালা মেয়েদের মনে মাঝেমধ্যেই এই ভয় উঁকিঝুকি মারে যে, কোনদিন বোধহয় নখেও লোম গজাবে।
১০. কয়েক দিন পায়ে লোম কামানো বন্ধ রাখলেই মেয়েটির পা, আর তার বয়ফ্রেন্ডের পা-এর মধ্যে তফাৎ থাকে না কোনও।
১১. কব্জিতে তাগা বা সুতো জাতীয় কিছু বাঁধলে তা খোলা প্রায় অত্যাচারের সমান।
১২. জট পাকানো লোম বেসিন বা নর্দমা থেকে পরিস্কার করা আর এক যন্ত্রণা।
https://youtu.be/67lG2U2ZaO0
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন