গুজরাট শিবিরে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজ
ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন মুস্তাফিজুর রহমান। যা প্রতিপক্ষকে ফেলে দেয় চাপে। মুস্তফিজের ওই ওভারগুলোতে ব্যাট চালাতে হয় অতি সাবধানে। যে কারণে দ্রুত রান তোলা কষ্টকর হয়ে যায় তাদের। এই বিপদ সীমা কেটে উঠতে গুজরাট লায়ন্স শিবিরে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজ।
আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট। বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশি কাটার বয়কে থামানোর জন্য পরিকল্পনা করছে সুরেশ রায়নার দল।
চলমান আইপিএলে মুস্তাফিজ বিপ্লব ঘটিয়েছেন। এমন প্রশ্নের জবাবে রায়না বলেন? ‘অবশ্যই। সে ভালো বোলিং করছে। ব্যাটসম্যানরা সব সময়ই চায় তাকে থামিয়ে দিতে। দেখার অপেক্ষায় রয়েছি, আজ আমরা তার বিপক্ষে কী করতে পারি? বোলিংয়ে সে সব সময়ই আধিপত্য বিস্তার করতে চায়। এর জন্য তার সঙ্গীরাও ভালো করে থাকে। আমরা মুস্তাফিজের বোলিংয়ে ইতিবাচক খেলাটাই খেলব। গত তিনটি ম্যাচে তাকে থামানোর চেষ্টা করা হয়েছে।’
মুস্তাফিজের প্রশংসায় গুজরাটের অন্যতম সেরা বোলার কুলকারনি বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটেও সে নিজেকে মেলে ধরেছে। যে কারণে সে দারুণ আত্মবিশ্বাসী। তাই ভালো করছে যে কোনো প্রতিযোগিতায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন