গুনতে ভুল করায় মেয়েকে হত্যা!
বয়স তার মোটে ছয়। এই বয়সের শিশুরা পড়াশোনায় বারবার ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মহারাষ্ট্রের এক নির্মম পিতা এটা মানতে নারাজ।
গুনতে ভুল করায় ছয় বছর বয়সি ছোট্ট মেয়েটির গলায় আস্ত পেঁয়াজ ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে সে। গত ৯ জুলাই আওরঙ্গাবাদ জেলার বেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বুধবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।
ছয় বছরের ভারতী বেলাপুর গ্রামের জিলা পরিষদ স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার রাতে দিনমজুর সঞ্জয় কুটে মেয়েকে পড়াতে বসেন। মেয়েকে ১ থেকে ১৫ পর্যন্ত গুনতে বলে সঞ্জয়। এ সময় ভারতী ১১, এরপর ১২ বাদ দিয়ে ১৩ বলে। এতে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় মেয়ের গালে চড় দেয়। ভারতী কান্না শুরু করলে তার গলায় পেঁয়াজ ঢুকিয়ে দেয় সে। পেঁয়াজটি গলায় আটকে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে ভারতী। পরে তাকে বাজাজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে সঞ্জয়ের স্ত্রী থানায় গিয়ে পুলিশকে ব্যাপারটি জানান। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন