গুনে গুনে ৩৩ বার চুমু খেলেন খেলেন রুহি-কৃষ্ণ! (ভিডিও)
একটা-দু’টা নয়, গুনে গুনে ৩৩ বার চুমু খেলেন বলিউডের নতুন জুটি রুহি সিংহ এবং কৃষ্ণ চতুর্বেদী। না! বন্ধ দরজার আড়ালে নয়। বরং একঘর লোকের সামনে। সবচেয়ে বড় কথা ক্যামেরার সামনেই এই কাণ্ড ঘটালেন তারা।
আসন্ন রোমান্টিক অ্যাডভেঞ্চার সিনেমা ‘ইশক ফরএভার’ এর একটি দৃশ্যের জন্য এতবার চুমু খেতে হয় একেঅপরকে।
আসলে ছবির সেটে যত বারই রুহি-কৃষ্ণ চুমু খাচ্ছেন তত বার অপছন্দ হচ্ছে পরিচালকের। তাই অনস্ক্রিন ‘পারফেক্ট কিস’-এর জন্য বাধ্য হয়ে ৩৩ বার শর্ট দিলেন এই জুটি।
সিনেমার একটি দৃশ্যের জন্য ৩৩ বার চুমুর বিষয় নিয়ে রুহি বলেন, আমরা দু’জনেই এই প্রথমবার এত অন্তরঙ্গ চুমুর দৃশ্যে অভিনয় করলাম। তাই প্রথমে একটু নার্ভাস ছিলাম। কিন্তু কৃষ্ণের সহযোগিতায় আমি স্বাভাবিক ছিলাম। ও আমাকে অনেক সাহায্য করেছে। ওর কারণেই সময় নিয়ে হলেও দৃশ্যটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
কৃষ্ণ বলেন, দৃশ্যটা যাতে স্বাভাবিক হয় আমি সে চেষ্টাই করেছি। সব মিলিয়ে পরিচালককে অন্ধ অনুসরণ করাই ছিল আমার কাজ।
সিনেমার দৃশ্যের প্রয়োজনে এতোবার চুমু খাওয়ার বিষয়টি নতুন নয়। এর আগে বলিউডে এ ধরনের ঘটনা ঘটেছে।
নিখিল আডবাণীর ছবি ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনা রানাওয়াত এবং ইমরান খান একটি দীর্ঘ চুমুর দৃশ্যে অভিনয় করেন।‘লিপ টু লিপ দে কিসিয়া’ গানে নাকি ২৪ ঘণ্টা ধরে চুমু খেয়েছেন নায়ক-নায়িকা! এই একটি দৃশ্যেরই শুটিং হয়েছে টানা তিন দিন ধরে।
https://youtu.be/3jVfzzZvrPE
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













