গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বরিশাল ও রংপুর

একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬’র আজকের প্রথম খেলায় দুপুর একটায় মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস। পয়েন্ট টেবিলে রংপুর ১০ পয়েন্ট নিয়ে আছে ৫ম স্থানে, ৮ পয়েন্ট নিয়ে বরিশাল আছে ৬ষ্ঠ স্থানে।
দুই ফ্রাঞ্চাইজির শুরুটা ছিলো দুর্দান্ত, কিন্তু মাঝপথে এসে তাল হারিয়ে দুই দলই আছে প্লে অফ থেকে বাদ পড়ার শঙ্কায়। রংপুরের সমান ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস ৪র্থ স্থানে থাকলেও রান রেইটের ব্যবধান বেশি। বরিশাল শেষ ম্যাচ জিতে অঙ্কের সমীকরণে কিছুটা হলেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে।
ম্যালান, মুশফিক, শাহরিয়ার নাফীস ফর্মে আছেন, শেষ কয়েক ম্যাচে শাহরিয়ার কিছুটা নিষ্প্রভ ছিলেন, জেগে উঠতে পারেন এই ম্যাচ দিয়েই। নাদিফ, শুভ, মুনাবীরাও আছেন ব্যাটে ঝড় তুলতে। তাইজুল, আল-আমিন, মনির হোসেন কে নিয়ে সাজানো বোলিং আক্রমণের ধার আছে। বরিশালের অনুপ্রেরণা হতে পারে শেষটা জয় দিয়ে উদযাপনের। এর পর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।
রংপুর রাইডার্সের জন্যে সুবিধা হলো বাকি থাকা ২ ম্যাচ জিতে নিলে প্লে অফে জায়গা নিশ্চিত। সৌম্য, নাসির জামশেদ, আফ্রিদি, নাইম ইসলাম, মিথুনের ব্যাট ঝলসে উঠলে যেকোনো বোলিং আক্রমণই গুড়িয়ে যাবে, বোলিংয়ে আফ্রিদি, আরাফাত সানি, সোহাগ গাজী, রুবেল আছেন দারুণ ছন্দে। রংপুরের আক্ষেপ হতে পারে শাহজাদ কে নিয়ে।
শৃংখলা ভংগ করে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ডানহাতি বিস্ফোরক ওপেনার।এই ম্যাচেও তিনি খেলতে পারবেন না। ফলে রংপুর শুরুতেই দ্রুত রান করে চাপটা প্রতিপক্ষের ওপরে চাপিয়ে দিতে বেকায়দায় পড়বে। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিতে পারেন ফর্মে থাকা মিথুন।
চট্টগ্রাম পর্ব শেষে মনে হয়েছিলো বিপিএল-এর উত্তেজনা, রোমাঞ্চ যেনো ফিকে হয়ে গেছে। বরিশাল, কুমিল্লার জয়ে এবারের বিপিএল যেনো রঙের ফল্গুধারা। শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে কে কে প্লে অফে জায়গা করে নিচ্ছে। এই রোমাঞ্চ গায়ে মাখতে ফাঁকা গ্যালারির অনেকটাই ভরে উঠলে খেলাগুলো আরো উত্তেজনাকর হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন